ডেটলাইন ওয়েব ডেস্কঃ মহারাষ্ট্রে সরকার গঠনে নতুন মোড়। অতিরিক্ত সময় চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল শিবসেনা। ইতিমধ্যেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ করেছেন রাজ্যপাল। সেই সুপারিশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার দেশের শীর্ষ আদালতে গেল শিবসেনা। কংগ্রেসের কাছ থেকে প্রাথমিকভাবে সমর্থনের ইঙ্গিত পেয়েই গতকাল সন্ধ্যায় রাজ্যপাল ভগত সিং কেশিয়ারির কাছে গিয়ে সরকার গড়ার দাবি করে শিবসেনা। সরকার গড়তে চাওয়া হয় আরও ৪৮ ঘণ্টা সময়। কিন্তু রাজ্যপাল তা নাকচ করে দিয়েছেন। রাজ্যপাল এরপর গতকাল রাতেই তৃতীয় বৃহত্তম দল এনসিপিকে সরকার গড়তে ডেকেছেন। এই পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রে সরকার গঠন হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হবে তাই নিয়ে যখন রাজনৈতিক মহলেব্যাপক জল্পনা চলছে ঠিক তখনই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ করলেন রাজ্যপাল ভগত সিং কেশিয়ারি।