ডেটলাইন ওয়েব ডেস্কঃ ইসলাম ধর্মের পথ প্রদর্শন হযরত মহম্মদের জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এদিন বিশেষ প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচী পালন করেন। এদেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুর, আসানসোলসহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া ,বর্ধমান সহ অন্য জেলা গুলিতেও দিনটি উদযাপন করা হয়। দুর্গাপুরের নইম নগর, রায়ডাঙ্গা, সাগরভাঙা সহ শহরের একাধিক জায়গায় শোভাযাত্রা বের হতে দেখা যায়। মসজিদ গুলিকেও সাজিয়ে তোলা হয়। এছাড়াও বিশ্ব নবী দিবসকে সামনে বিভিন্ন জায়গায় বেশ কিছু সমাজসেবা মূলক কর্মসূচী নেওয়া হয়। এদিন সকালে অনেক এলাকাতেই শোভাযাত্রা বের করা হয়। বিশ্বশান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক হযরত মহম্মদের প্রদর্শিত পথ অনুসরণ করে চলার বার্তাও সেই শোভাযাত্রায় দেওয়া হয়। ইসলাম মতে আজ ১২ রবিউল আউয়াল। বিশ্ব নবী হজরত মহম্মদের জন্ম দিবস। সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...