বিশ্ব নবী দিবস পালিত

0
1881

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ইসলাম ধর্মের পথ প্রদর্শন হযরত মহম্মদের জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এদিন বিশেষ প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচী পালন করেন। এদেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুর, আসানসোলসহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া ,বর্ধমান সহ অন্য জেলা গুলিতেও দিনটি উদযাপন করা হয়। দুর্গাপুরের নইম নগর, রায়ডাঙ্গা, সাগরভাঙা সহ শহরের একাধিক জায়গায় শোভাযাত্রা বের হতে দেখা যায়। মসজিদ গুলিকেও সাজিয়ে তোলা হয়। এছাড়াও বিশ্ব নবী দিবসকে সামনে বিভিন্ন জায়গায় বেশ কিছু সমাজসেবা মূলক কর্মসূচী নেওয়া হয়। এদিন সকালে অনেক এলাকাতেই শোভাযাত্রা বের করা হয়। বিশ্বশান্তি,  ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক হযরত মহম্মদের প্রদর্শিত পথ অনুসরণ করে চলার বার্তাও সেই শোভাযাত্রায়  দেওয়া হয়। ইসলাম মতে আজ ১২ রবিউল আউয়াল। বিশ্ব নবী হজরত মহম্মদের জন্ম দিবস। সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here