ডেটলাইন মালদাঃ অনলাইনে মোবাইলের অর্ডার দিয়েছিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মূর্মূ। কিন্তু ডেলিভারির পর বাক্স খুলে তিনি মোবাইলের বদলে পান মার্বেলের বড় দুটো টুকরো।বিজেপি সাংসদের অভিযোগ, কয়েকদিন আগে অনলাইন শপিং সাইট ‘অ্যামাজন’ থেকে তিনি ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে একটি স্যামসাং মোবাইলের অর্ডার দেন। রবিবার সেই ‘মোবাইল’ বাড়িতে আসে। কিন্তু খগেনবাবু বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী সেটি নেন। ডেলিভারি বয়ের হাতে মোবাইলের দাম ১১ হাজার ৯০০ টাকা দিয়েও দেন তিনি। এভাবে একটি নামকরা অনলাইন সাইটে মোবাইল কিনতে গিয়ে প্রতারিত হওয়ার ঘটনায় তিনি রীতিমতো অবাক হয়ে যান। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। অবশেষে সংসদ সদস্যর প্রতারিত হওয়ার ঘটনার কিনারা করল মালদহ জেলা পুলিশ।গ্রেপ্তার করা হল ক্যুরিয়র সংস্থার ডেলিভারি বয়কে। পুলিশ সূত্রে জানা গেছে,ডেলিভারির আগে ঐ যুবক বাক্সখুলে মোবাইলটি বের করে সেখানে পাথর ভরে দেয়।খগেনবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতেই ইংলিশ বাজার থানার পুলিশ তদন্ত করে আসল দোষীকে চিহ্নিত করে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...