বিশ্ব অ্যাথলেটিক্স দলে নেই হিমা দাস

0
1212

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আসন্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে হিমা দাসের নাম না থাকায় দেশের ক্রীড়া মহলে চাঞ্চল্যের সঞ্চার হয়েছে। জিসনা ম্যাথুউ, পুভাম্মা,  রিবথি বীরামনি, শুভা, ভিকে বিস্ময়া ও রামরাজ  এই ৬ জনের নাম প্রকাশ করা হলেও হিমার নাম নেই। কিন্তু সাতজনের নাম মানবে না আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থা। তাহলে কি ইচ্ছাকৃতভাবেই হিমার নাম বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে এখন। আসামের এই অ্যাথলিট সম্প্রতি ইউরোপ সফরে ২০০ মিটার দৌড়ে চারটে সোনা পেয়েছিলেন এবং ৩০০ মিটার দৌড়ে সোনা পেয়ে রেকর্ড করেছেন। কিন্তু চারশো মিটারে তেমন সুবিধে করতে পারেননি তিনি এবং বিশ্ব চ্যাম্পিয়ন শিপের যোগ্যতা মানও পেরোতে পারেননি। উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে সময়ের মাপকাঠি হল ৫১.৮০। কিন্তু হিমার সময় হচ্ছে ৫২.০৯ সেকেণ্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here