ডেটলাইন দুর্গাপুরঃ দীর্ঘদিন ধরেই দামোদর ব্যারেজের উপরের রাস্তা বেহাল অবস্থায় ছিল। বেহাল রাস্তার কারনে প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে চলেছিল। একাধিক দুর্ঘটনার জেরে ক্ষোভ বাড়ছিল গাড়ি চালক থেকে সাধারন মানুষদেরও। দীর্ঘদিন ধরেই এই বেহাল রাস্তা সংস্কারের দাবি উঠছিল। অবশেষে আজ সকাল থেকে শুরু হলো দামোদরের ওপর থাকা বাঁকুড়া ও দুর্গাপুরের সংযোগকারী দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ।
সেতুর উপর দিয়ে ছোট যানবাহন চলাচলের অনুমতি থাকলেও সর্বাধিক গতি ৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে। ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা চলছে। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজে হাত লাগিয়েছে সেচ দফতর ও পি ডব্লু ডি। এই কাজের জন্য আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে,সংস্কারের কাজ চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ।