ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত প্রবীণ বিখ্যাত আইনজীবী তথা রাজনীতিবিদ রাম জেঠমালানি। বয়স হয়েছিল ৯৫ বছর। কয়েকমাস ধরেই তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ ধরে বর্ষীয়ান এই আইনজীবীর চিকিৎসা চলছিল৷ আজ সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ দিল্লিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।১৯২৩–র ১৪ সেপ্টেম্বর, তৎকালীন ভারত এবং বর্তমানে পাকিস্তানের সিন্ধ জেলার শিকারপুরে জন্ম রাম জেঠমালানির। বাবা বুলচন্দ গুরমুখদাস জেঠমালানি, মা পার্বতী জেঠমালানির মেধাবী পুত্র রাম জেঠমালানি ডবল প্রোমোশন পেয়ে মাত্র ১৩ বছর বয়সে ম্যাট্রিকিউলেশন পাস করেন। বম্বে বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৭ বছর বয়সে আইনে স্নাতক হয়ে আদালতের বিশেষ অনুমতি পেয়ে মাত্র ১৮ বছরেই ওকালতি শুরু করেন। তারপর আইনে স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে ২১ বছরেই করাচিতে পুরোদমে প্র্যাকটিস করতে থাকেন দেশভাগ পর্যন্ত।১৯৯৮ এবং ১৯৯৯ সালে অটল জমানায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকলেও ২০০০ সালে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন জেঠমালানি। মোট ৬ বার রাজ্যসভার সদস্য হন। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন। বহু আলোড়ন ফেলে দেওয়া মামলায় তিনি আইনজীবী হিসেবে অংশ নিয়েছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল-লালুপ্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মতো বহুবিশিষ্ট রাজনীতিকের দুর্নীতি সংক্রান্ত মামলাও। উল্লেখ্য, তিনি সুপ্রিম কোর্টের ‘হায়েস্ট পেড’ আইনজীবী ছিলেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...