ডেটলাইন ওয়েব ডেস্কঃ চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে শেষ পর্যন্ত পা রাখতে পারেনি বিক্রম ল্যান্ডার। কিন্তু তা বলেচন্দ্রযান–২ শেষ হয়ে যায়নি। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোনও দেশের পা পড়েনি। সে দিক থেকে দেখতে গেলে ইতিহাস তৈরি করত ভারতই। তবে অপেক্ষা আরও একটি প্রচেষ্টার। শেষ মুহূর্তে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা দুঃখের তবে তার মানে এই নয় যে ব্যর্থ হয়েছে চন্দ্রযান-২অভিযান। ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন, ল্যান্ডার ব্যর্থ হলেও চন্দ্রযান-২ এর অর্বিটার ক্রমাগত চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। বিজ্ঞানীদের দাবি ল্যান্ডার বিক্রমের অবতরণ না হওয়ায় পুরো অভিযানের মাত্র ৫ শতাংশ ক্ষতি হয়েছে। বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে আসার কথা ছিল রভার প্রজ্ঞানের। পরবর্তী ১৪ দিন পর্যন্ত সেই প্রজ্ঞানের সাহায্যে চাঁদের দক্ষিণমেরুর বিষয়ে বিভিন্ন তথ্য খোঁজ করার কথা ছিলইসরোর। প্রজ্ঞান চাঁদের মাটিতে পা রাখেনি। তবে চাঁদের থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াবে না। চন্দ্রযান-২ এর অর্বিটার স্বাভাবিক ভাবে কাজ করায় আগামী এক বছর ইসরোর বিজ্ঞানীরা চাঁদের থেকে তথ্য সংগ্রহ করতে ও ছবি পেতে সক্ষম হবেন বলে দাবি বিজ্ঞানীদের। চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চন্দ্রযান-২ ব্যর্থ হলেও দেশের সব মহল থেকে এই প্রচেষ্টাকে অভিনন্দন জানানো হয়েছ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ‘আমরা করব জয়’ গানের কলি উল্লেখ করে বলেছেন, ‘আমরা ৩.৮৪ লক্ষ কিলোমিটারের পথ সফলভাবে অতিক্রম করেছি। শুধু ২.১ কিলোমিটার বাকি আছে। এই দূরত্ব কিছুই নয়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেছেন,‘ল্যান্ডার বিক্রম নিখোঁজের জেরে আমাদের চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও বাড়ল। সাহস হারাবেন না। বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেই। কাল নতুন ভোর হবে আরও উজ্জ্বল। বিজ্ঞানীরা পাথর ভেঙে পথ তৈরির মানুষ। প্রতিটি ভারতবাসী মহাকাশ বিজ্ঞানীদের জন্য গর্বিত। আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে রয়েছি।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট-এ লিখেছেন, ‘আমরা আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত। ইসরো অনলস পরিশ্রম করেছে চন্দ্রযান–২–এর জন্য। যেসব মানুষরা তাঁদের সময়ের চেয়ে এগিয়ে থেকে বৈজ্ঞানিকভাবে প্রগতিশীল দেশগুলির সঙ্গে ভারতকে ভেবেছিলেন,তাঁদের প্রতি যোগ্য শ্রদ্ধা। আমার বিনম্র অভিনন্দন। আমরা আপনাদের সঙ্গে আছি। আশা করি আপনারা এভাবেই আমাদের গর্বিত করে যাবেন।’
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...