মিশন নির্মল বাংলার প্রচার দুর্গাপুরে

0
1134

দুর্গাপুর ডেটলাইনঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অন্যতম প্রকল্প মিশন নির্মল বাংলা। প্লাস্টিক জাতীয় দ্রব্য, ক্যারিব্যাগ,প্লাস্টিকের চায়ের কাপ ব্যবহার না করা, অন্যকে ব্যবহার না করতে পরামর্শ দেওয়া এবং ক্যারিব্যাগ প্লাস্টিকের কাপের পুনর্ব্যবহার করা ও জল অপচয় না করে তা সংরক্ষনের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে সচেতন করার লক্ষ্যে সারা রাজ্যেই মিশন নির্মল বাংলা প্রকল্পের প্রচার চলছে। দুর্গাপুর নগর নিগমও এই প্রকল্পকে বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আজ ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জীর ব্যবস্থাপনায় মানুষকে সচেতন করতে একটি মহা মিছিল বের করা হয়। সুদৃশ্য ট্যাবলো সহ মিছিলটি এস বি মোড় থেকে স্টেশন বাজার হয়ে চার নং বরো অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী ছাড়াও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর সুবাষ মজুমদার,৪১ নং ওয়ার্ড কাউন্সিলর শিপুল সাহা সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here