জেমুয়ার স্কুলে ‘নির্মল বিদ্যালয় সপ্তাহ’ পালন

0
4004

ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্মল বাংলা গড়ার লক্ষ্যে সারা রাজ্য জুড়ে ‘নির্মল বিদ্যালয় সপ্তাহ ‘ পালন করা চলছে।২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট ৬ দিন ব্যাপী এই কর্মসূচী পালন করা চলছে। রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়,উচ্চ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসাতে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন চলছে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির নির্দেশিকা ইতিমধ্যেই স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে। জানা গেছে, এ বার নির্মল বিদ্যালয় সপ্তাহ উদ্‌যাপনে জল সংরক্ষণকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। জলের অপচয় বন্ধ করতে স্কুলে স্কুলে পড়ুয়াদের সচেতন করা হচ্ছে।  এই কর্মসূচীকে বাস্তবায়িত করতে দুর্গাপুরের একাধিক স্কুলও এগিয়ে এসেছে।

এদিন দেখা গেল জেমুয়া ভাদুবালা স্কুলের ছাত্রছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামতে। নির্মল বিদ্যালয় অভিযান উপলক্ষ্যে পুরো স্কুল চত্বর,শ্রেণি কক্ষ সহ স্কুলের পার্শ্ববর্তী এলাকাও পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়। এই কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কর্মসূচীতে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন, দূষণ প্রতিরোধে প্লাস্টিক বর্জন বিষয়েও ছাত্রছাত্রীদের সচেতন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here