ডেটলাইন দুর্গাপুরঃ বাংলার সেরা উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এখন চলছে বিভিন্ন জায়গায় পুজো আয়োজনের তৎপরতা। তা সে বাড়ির পারিবারিক পুজোই হোক বা বারোয়ারি তথা সার্বজনীনই হোক। রাজ্যের সর্বত্রই সেই তৎপরতা দেখা যাচ্ছে। শহর দুর্গাপুরে ও শারদোৎসব আয়োজন করার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে শহরের একাধিক সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো সেরে ফেলেছে।
এদিন সেই শুভ কাজটি করে ফেলল দুর্গাপুর স্টেশন এলাকার অন্যতম জনপ্রিয় শারদীয় পুজো শ্রমিকনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটিও। এবার এই পুজো ২৭ তম বর্ষে পড়ল। পুজোর পরিচালনায় থাকে শ্রমিক নগর স্পোর্টিং ক্লাব। এবার এই পুজোর থিম ইসকনের মন্দির বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক সঞ্জু সাহা। এদিনের খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি,৪১-নং ওয়ার্ডের পুরপিতা ও পূজা কমিটির সহসভাপতি শিপুল সাহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।