ডুরান্ডে ডার্বি আর হল না

0
818

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ কলকাতা তথা বাংলার ফুটবলপ্রেমীদের ডুরান্ড কাপে আর মোহন-ইস্ট ডার্বি দেখা হল না। কারন এদিন ডুরান্ড কাপের প্রথমসেমিফাইনালে কেরালার গোকুলাম ক্লাবের কাছে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল। কেরালা কড়া চ্যালেঞ্জ দিল ইস্টবেঙ্গলকে৷ এগিয়ে থেকেও নির্ধারিত সময় ১-১ ছিল। অতিরিক্ত সময়েও মিমাংসা না হওয়ায় টাই ব্রেকার হয়।গোকুলামের অসাধারণ গোলকিপিংয়ের কাছে পারল  নাইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালে উঠে গেল গোকুলাম কেরালা। টাই ব্রেকারে ইস্টবেঙ্গলকে ৪-৩ গোলে হারাল গোকুলাম। অন্য সেমিফাইনালে মোহনবাগান বা রিয়েল কাশ্মীর যেই জিতুক ডার্বি আর হল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here