ডেটলাইন দুর্গাপুরঃ ‘গাছ লাগান – পরিবেশ বাঁচান’ এই সামাজিক বার্তাকে সামনে রেখে এক দীর্ঘতম বৃক্ষরোপণ কর্মসূচি দেখা গেল দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায়। কাউন্সিলার তথা ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ভাবনা এবং সুচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এই অভিনব কর্মসূচী নেওয়া হয়। এদিন ৪৩ নং ওয়ার্ডের দুর্গাপুর রবীন্দ্রপল্লি এ ব্লক থেকে শ্যামপুর বাজার পর্যন্ত প্রধান রাস্তাটির ধারে বৃক্ষরোপণ করা হয়। শ্যামপুর বাজার মোড়,নডিহা,নারায়ণপুর পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচীকে ঘিরে এলাকায় বেশ উৎসাহ লক্ষ্য করা গেল। কাউন্সিলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান,এই প্রধান রাস্তার ধারে ধারে পথচারীদের হাঁটার সুবিধা এবং অবৈধ দখলদারদের সরানোর জন্য এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির পদক্ষেপ শুরু করা হলো। সুচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অশোক ঘোষ জানান, সাধারন মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতার আগ্রহ এবং বৃক্ষরোপণের উপকারিতা বৃদ্ধিতে এই ধরনের কর্মসূচীর বিশেষ ভূমিকা আছে। এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষজন, নডিহা হাই স্কুলের প্রধান শিক্ষক সহ এই ওয়ার্ডের বিশিষ্ট মানুষজন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।