ডেটলাইন ওয়েব ডেস্কঃ ৬৯ বছর পর ভারতের ভূস্বর্গজম্মু–কাশ্মীরকে দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিলকরল কেন্দ্র। ৩৭০ ধারা বাতিলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষরওকরে দিয়েছেন রাষ্ট্রপতি। এর ফলে জম্মু–কাশ্মীরেরআর কোনও বিশেষ মর্যাদা থাকছে না। পূর্ণ রাজ্যেরমর্যাদা হারিয়ে এখন থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেলজম্মু–কাশ্মীর। একইসঙ্গে জম্মু–কাশ্মীরকে দু ভাগে ভাগকরে দেওয়া হল। জম্মু–কাশ্মীরের নিজস্ব বিধানসভাথাকছে দিল্লি এবং পুডুচেরির মতো। লাদাখকে জম্মু–কাশ্মীরের থেকে পৃথক করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলকরা হল। তবে চণ্ডীগড়েরই মতো লাদাখেরও কোনওবিধানসভা থাকছে না। দুই কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যদুজন আলাদা লেফটেন্যান্ট গভর্নর রাখার কথা প্রস্তাবকরেছে কেন্দ্র। প্রসঙ্গত দেশের প্রথম প্রধানমন্ত্রীজহরলাল নেহরুর আমলে ১৯৫২ সালে সংবিধানসংশোধন করে জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যেরমর্যাদা দেওয়া হয়। এর ফলে একপ্রকার স্থায়ত্বশাসনপেয়ে যায় জম্মু ও কাশ্মীর। যদিও, এটা ছিল ভারতীয়সংবিধানের অস্থায়ী একটি ধারা। যা কাশ্মীরেরবিধানসভা এবং রাষ্ট্রপতির সম্মতিতে সরিয়ে ফেলা যেতেপারে। এর ফলে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সংবিধানকার্যত অকেজো হয়ে যায়। কারণ, ভারতীয় সংবিধানেরমাত্র দু’টি ধারা কাশ্মীরে কার্যকর হত। ১ নম্বর ধারা, যাভারতের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। দুই ৩৭০ নম্বরধারা, যা কাশ্মীরকে বিশেষ অধিকার দেয়। এখন থেকেকেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল জম্মু–কাশ্মীর।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...