পুলিশের উদ্যোগে দুর্গাপুরে বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবির

0
1209

ডেটলাইন দুর্গাপুরঃ কখনও স্বেচ্ছা রক্তদান শিবির আবার কখনও খেলাধূলার অনুষ্ঠানের আয়োজন। এবার বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবিরের কর্মসূচীর উদ্যোগে সামিল হলেন দুর্গাপুরের পুলিশকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের পেশাগত দায়িত্ব বা চাকরীর শর্ত হতেই পারে। তাই বলে সমাজের অন্যান্য কাজে তাদের ভূমিকা থাকবে না সেটা কি হতে পারে। চাকরীর বাইরেও সামাজিক নানা কাজেও তাই দেখতে পাওয়া যায় পুলিশকেও। সেরকমই একটি সামাজিক উদ্যোগ দেখা গেল গ্যামন ব্রিজ কল্পতরু মোড় প্রাঙ্গনে। এখানে কোক ওভেন থানা ও দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবিরের কর্মসূচী নেওয়া হয়।এই দিন শিবিরে প্রায় ৫০ জন ট্রাক চালক ও ২৫ জন সাধারন মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। পুলিশ সুত্রে জানা যায় গাড়ী চালকদের কর্ম সুত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় ফলে সে অর্থে তারা নিজেদের চক্ষু পরীক্ষা করানোর সুযোগ টুকু পান না।

রাজ্যের জাতীয় সড়ক ও বিভিন্ন রাজ্য সড়কে দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় ২০১৬-র জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ স্লোগানটির প্রচলন করার মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতিরোধের জন্য পুলিশ বিভাগকে বিশেষ উদ্যোগী হতে পরামর্শ দেন। তারপর থেকেই সারা রাজ্যে নিয়মিতভাবেই বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। চক্ষু পরীক্ষার সাথে সাথে ট্রাক ও লরি চালকদের জন্য পথ সচেতনতা করানো হয়,তাদের উদশ্যে বলা হয়—মদ্য পান করে গাড়ী চালাবেন না,অতিরিক্ত বেগে বেপরোয়া ও অসাবধানতা বশত গাড়ী চালাবেন না,গাড়ী চালাবার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। চালকদের সচেতন করার উদশ্যে জানান,দুর্ঘটনা কখনই কারোর কাছে কাম্য নয়। একটু সচেতন থাকলেই আমরা দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারি। তাই নির্দিষ্ট ট্রাফিক নিয়ম মেনে চলা সকল গাড়ী চালকের দায়িত্ব।এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব)আরীশ বিলাল,কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস,মুচিপাড়া ট্রাফিক ওসি ইলাল হোসেন। কোকওভেন থানার সাবইন্সপেক্টর সুখেন দত্ত, ডিপিএলের নিরাপত্তা বিভাগের আধিকারিক নিশিথ মুখার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকও বিশিষ্ট অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here