রাজ্যে জয়েন্টে প্রথম দুর্গাপুরের সোহম মিস্ত্রি

0
978

ডেটলাইন কলকাতাঃ রাজ্য জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষার ফল প্রকাশিত হল আজ। তাতে প্রথম স্থান অধিকার করল দুর্গাপুরের হেমশীলা মডেল হাইস্কুলের সোহম মিস্ত্রি। দ্বিতীয় স্থানে সাউথ পয়েন্ট স্কুলের তমোজিৎ বন্দ্যোপাধ্যায় হলেও তৃতীয় স্থান দখল করেছে দুর্গাপুরের হেমশীলা মডেল হাইস্কুলের কৌস্তুভ সেন এবং ওই একই স্কুল থেকে দশম স্থান দখল করেছে  শুভজ্যোতি ঘোষ। সোহম দুর্গাপুরের ৫৪ ফুটের বাসিন্দা,কৌস্তুভ সেনের বাড়ি সিটিসেন্টারে এবং শুভজ্যোতি ঘোষের বাড়ি আসানসোলে। একই স্কুলে তিন ছাত্রের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় শীর্ষে পৌঁছানোই যেমন খুশি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তামনই খুশি দুর্গাপুরের মানুষ। গত ২৬ মে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম এই তিন রাজ্যে ৩০২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১৩ হাজার ৯১২ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছেল ৮০ হাজার ৯৭৯ জন। মোট ৮০ হাজার ৫৮০ জনের ফল ঘোষণা করেছে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড। উল্লেখ্য এবছর প্রথম দশের মেধা তালিকায় কোন ছাত্রী জায়গা পায়নি।

রাজ্য জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষার  প্রথম ১০ জন কৃতি ছাত্রের নাম নীচে দেওয়া হলঃ——

প্রথম সোহম মিস্ত্রি,হেমশীলা মডেল হাইস্কুলের।

দ্বিতীয় তমোজিৎ বন্দ্যোপাধ্যায়,সাউথ পয়েন্ট স্কুলের।

তৃতীয় কৌস্তভ সেন,হেমশীলা মডেল হাইস্কুলের।

চতুর্থ অঙ্গীকার ঘোষাল,সাউথ পয়েন্ট স্কুলের।

পঞ্চম অর্ক দাস,সারদা বিদ্যাপীঠের।

ষষ্ঠ স্নেহিন সেন,দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক।

সপ্তম বিনীত রাজ,বার্নপুর রিভারসাইটস স্কুল।

অষ্টম রিশভ আগরওয়াল,পূর্বাঞ্চল বিদ্যামন্দির সল্টলেক।

নবম অভিনব দত্ত, সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউশন।

দশম শুভজ্যোতি ঘোষ,হেমশীলা মডেল স্কুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here