গরমে পুড়ছে গোটা বাংলা, সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের

0
1008

ডেটলাইন কলকাতাঃ আপাতত গরম থেকে স্বস্তি নেই রাজ্যবাসীর। আবহাওয়া দফতরও বলে দিয়েছে এখন বৃষ্টির কোন সম্ভাবনা তো নেই বরং আরও কয়েকদিন ধরে এই দুঃসহ গরম চলবে। তার জন্য আলিপুর আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে। বলা হয়েছে আগামী কিছু দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। তার জন্য অস্বস্তিও বাড়বে। রীতিমতো গরমে পুড়তে আরম্ভ করেছে গোটা বাংলা। ফলে মানুষের নাভিশ্বাস উঠছে। এই পরিস্থিতিতে বাইরে বের হওয়া প্রচন্ড বিপদজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। অনেকেই বাধ্য হয়ে বের হচ্ছেন মুখে কাপড় বেঁধে। পশ্চিমবঙ্গের ৫ জেলার চলবে তাপপ্রবাহও। জেলাগুলি হল— পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান। গরম থাকবে উপকূলের জেলাগুলোতেও। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে বর্ষা। আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এখন অবশ্য কোন আশা দেখা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here