ডেটলাইন দুর্গাপুরঃ কাজের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্য এমন একটা জিনিস যা কোনভাবেই কোনো প্রতিকূল পরিস্থিতিতেই অবজ্ঞা করা যায় না। এমন কিছু পেশা থাকে যেখানে সব প্রতিকূলতাকে সরিয়ে রেখেই কাজ করতে হয়। এমনই একটা বিভাগ হল পুলিশের ট্রাফিক কন্ট্রোল। পথ নিরাপত্তা দেখতে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক পুলিশকর্মীদের রাস্তায় থাকতে হয়। অনেক মানুষ যখনএই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে বাড়ির মধ্যেই থাকতে পছন্দ করেন বা তাদের বাইরে না বের হলেও চলে, ঠিক তখনইপ্রচন্ড দাবদাহের মধ্যেই ডিউটি করে চলেন ট্রাফিকপুলিশকর্মীরা। লক্ষ্য একটাই যাতে কোন দুর্ঘটনা না ঘটে এবং মানুষ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে।সেকথা মাথায় রেখেই এই ট্রাফিক পুলিশদের জন্য কিছুটা তাদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে দুর্গাপুর অন্নপূর্ণানগর বিবেকানন্দ প্রগতি সোসাইটির পক্ষ থেকে সোমবার দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে জলছত্রের ব্যবস্থা করাহয়েছিল। গান্ধী মোড়,ডিএমসি মোড়, বিগবাজার মোড়,ভিড়িঙ্গি মোড়,ওল্ড কোর্ট মোড়সহ জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ এলাকায় কর্তব্যরত ট্রাফিককর্মীদের হাতেপানীয় জলের বোতল ছাড়াও ফ্রুটি, আর এস,ডাস্টার ইত্যাদি তুলে দেওয়া হয়। সোসাইটির সদস্য ও সদস্যরা এই সব এলাকায় ঘুরে ঘুরে এই পরিষেবা দেন। সোসাইটির পক্ষে জানানো হয়েছে তাদের এই কাজে পূর্ণ সহযোগিতা করেছেন দুর্গাপুরের ট্রাফিক ইনচার্জ এম.ডি.আলি এবং তাঁর বিভাগের কর্মীরাও। তিনি নিজেও উপস্থিত থেকে সদস্যদের উৎসাহিত করেছেন বলে জানান দুর্গাপুর অন্নপূর্ণা নগর বিবেকানন্দ প্রগতিসোসাইটির সদস্যরা।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...