ডেটলাইন কলকাতাঃ পূর্ব ঘোষণা মতোই এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল বের হয়েছে আজ। মোট পাসের হার ৮৬.০৭% । এবারও কলকাতার থেকে জেলারই ফলাফল ভালো। পূর্ব মেদিনীপুর থেকেই শীর্ষস্থান অধিকার করেছে সৌগত দাস। মাধ্যমিকের ফলাফলে এবার পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বার্ধিক৯৬.১০%। এর পরেই কলকাতা। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা।
এবার ৬৯৪ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কোচবিহারের ইলা দেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা এবং আলিপুরদুয়ারের ফালাকাটা গার্লসহাইস্কুলের শ্রেয়সী পাল। ৬৮৯ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ক্যামেলিয়া রায় এবং শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের ব্রতীন মণ্ডল। প্রথমের মতো চতুর্থও হয়েছে একজনই। আলিপুরদুয়ারের বারবিসা হাইস্কুলের অরিত্র সাহা ৬৮৭ পেয়ে এককভাবে চতুর্থ স্থানটি দখল করেছে। পঞ্চম স্থানে রয়েছে দুজন। এরা হল হুগলি কলেজিয়েট স্কুলেরসুকল্প দে ও মুর্শিদাবাদের কান্দি রাজা মণীন্দ্র চন্দ্র গার্লস হাইস্কুলের রুমানা সুলতানা। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৬। এবছর মাধ্যমিকের প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৫১ জন ছাত্রছাত্রী। ষষ্ঠ স্থানে রয়েছে ৫ জন। সপ্তম স্থানে ৩ জন। অষ্টম স্থানে ১১ জন। নবম স্থানে ৯ জন। দশম স্থানে সব থেকে বেশী ১৩ জন। মাধ্যমিকের মেধা তালিকায় গত বছর প্রথম দশে স্থান পেয়েছিল বাঁকুড়ার দশ ছাত্র ছাত্রী । এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকল বাঁকুড়া জেলায় । চলতি বছরও মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিল এই জেলার দশজন কৃতি ছাত্র ছাত্রী । মেধা তালিকায় প্রথম পাঁচে জায়গা মেলেনিকিন্তু প্রথম দশ স্থানাধিকারির মধ্যে দশ জন স্থান পেয়েছে বাঁকুড়া থেকে।
এবারের মাধ্যমিকে দুর্গাপুরের কাঁকসার রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের ছাত্রী সায়ন্তিকা রায় ৬৮১ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। সে অঙ্ক,জীবন বিজ্ঞান ও ভূগোলে ১০০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে।