ভোট গ্রহনের সময় বদল হচ্ছে না

0
1012

ডেটলাইন ওয়েব ডেস্কঃ গত ৭ মে থেকে রমজান মাস শুরু হওয়ায় এক আবেদনকারী নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন যেন ভোট গ্রহণের সময় সকাল ৭টার পরিবর্তে ভোর ৫টা থেকে করা হোক। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ভোটের সময় কোন পরিব্রতন হবে না। গত ৫ মে নির্বাচন কমিশন সেই আর্জি খারিজ করে দিয়ে সময় সীমা বদলানো যাবে না বলে সাফ জানিয়ে দেয়। সোমবার সেই নির্দেশিকাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এদিন আদালত জানায় যে ভোট গ্রহণের সময় পরিবর্তনের ওপর কোনও রায় দিতে পারবে না সুপ্রিম কোর্ট। পূর্ব নির্ধারিতভাবেই সকাল ৭টা থেকেই শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের এই নির্দেশিকাই বহাল রাখল সুপ্রিম কোর্ট।  উল্লেখ্য, ১৯মে শেষ তথা সপ্তম দফার নির্বাচন। সেদিনই দেশের সমস্ত কেন্দ্রে ভোট গ্রহন পর্ব শেষ করবে নির্বাচন কমিশন। কিছু জায়গায় পুনর্নির্বাচন হবে সেই গুলো ব্যতিরেকে মূল পর্বের নির্বাচন শেষ হচ্ছে ঐ দিনই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here