দিলবার খুনের মামলায় চার সদস্যের তদন্তকারী দল গঠন

0
2497

ডেটলাইন বীরভূমঃ দিলবার খান খুনের মামলায় চার সদস্যের তদন্তকারী দল গঠন করল বীরভূম জেলা পুলিশ। একইসঙ্গে তদন্তকারী অফিসার হিসেবে নতুন করে নিয়োগ করা হল সিউড়ি থানার আইসি দেবাশিস পান্ডাকে।

দিলবার খুনের ঘটনা যতদিন যাচ্ছে ততই যেন জটিল আকার ধারণ করছে। কারণ মৃত্যুর পর বারবার বয়ান বদল করেছেন তাঁর বাবা। পাশাপাশি একই মামলায় পালটা একটি অভিযোগ দায়ের করেছেন মূল অভিযুক্ত বিজেপি নেতা শ্যামসুন্দর গড়াইয়ের মা শেফালি গড়াই। তাই ঘটনার প্রকৃত তদন্তের জন্য অভিজ্ঞ পুলিশকর্তাদের নিয়ে এই দল গঠন করা হল।

উল্লেখ্য,২৩ এপ্রিল সিউড়ি এক নম্বর ব্লকে মনোনয়ন জমার মিছিলে ছিল কানাইপুর ভাটি পাড়ার বাসিন্দা দিলবার খান। সেই সময় গুলিতে তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা বিজেপি নেতা শ্যামসুন্দর গড়াইও গুলিবিদ্ধ হন। তিনি এখন কলকাতায় চিকিৎসাধীন। ছেলের মৃত্যুর পরই দিলবারের বাবা তহিদ খান সংবাদমাধ্যমের কাছে তাঁকে বিজেপির  সমর্থক বলে দাবি করেন। আর এই খুনের জন্য বিদায়ী স্থানীয় প্রধান প্রবীর ধরকে দায়ি করেন। কিন্তু, দু’ঘণ্টা পরেই তাঁকে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলের পাশে বসে ছেলেকে তৃণমূলের সমর্থক হিসেবে দাবি করেন দিলবারের বাবা। এরপরই এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্কের সঞ্চার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here