ডেটলাইন কলকাতাঃ রাজ্যে এখনও পর্যন্ত চার দফায় ১৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বাকি তিনটি দফায় আরও ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ বাকি রয়েছে। এরমধ্যে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দফার ভোট। এই পর্বে রাজ্যের তিনটি জেলার সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। কেন্দ্রগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। সাতটি আসনেই চতুর্মুখী লড়াই হবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে। ৮৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১,১৬,৯১,৮৮৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬০,০৪,৮৪৮ জন এবং মহিলা ভোটার ৫৬,৮৬,৮৩০ জন, তৃতীয় লিঙ্গ ২১১ জন। পঞ্চম দফায় বুথের সংখ্যা ১৩,২৯০টি। এদিকে কমিশন সূত্রে জানা গেছে,অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং যার জন্য মোট ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পঞ্চম দফায় প্রতিটি পোলিং বুথেই ভিভিপ্যাট ব্যবহার করা হচ্ছে এবং ভোটারদের বাড়ি থেকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্পেশাল পুলিশ অবজার্ভার বিবেক দুবে। এই নির্বাচনে নজরকাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে বনগাঁ। সেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুর, অলকেশ দাস এবং সৌরভ প্রসাদ। দ্বিতীয় নজরকাড়া কেন্দ্র হল ব্যারাকপুর। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং লড়ছেন এই কেন্দ্র থেকে। তাঁকে লড়তে হচ্ছে তৃণমূলের দু’বারের সাংসদ দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে। তৃতীয় নজরকাড়া কেন্দ্র হল হুগলি। এখানে বিজেপির তারকা প্রার্থী হলেন লকেট চ্যাটার্জি। তাঁকে লড়তে হচ্ছে তৃণমূল প্রার্থী সাংসদ ডা. রত্না দে নাগের বিরুদ্ধে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...