মনোনয়ন জমা দিলেন মিমি

0
876

ডেটলাইন কলকাতাঃ বাংলা সিনেমার হিট এ্যান্ড হট নায়িকা মিমি চক্রবর্তী এবার তার দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে প্রার্থী ঘোষনা করে চমক দিয়েছেন। আজ আলিপুরে জেলাশাসক দফতরে গিয়ে তিনি মনোনয়ন জমা দিলেন।  সঙ্গে ছিলেন আরাবুল ইসলাম-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা-নেত্রী। তারকা প্রার্থীর মনোনয়ন জমাকে ঘিরে এদিন যেমন পুরো এলাকায় ছিল ব্যাপক নিরাপত্তা তেমনই দেখা গেল নায়িকাকে একবার চোখে দেখার জন্য প্রচুর সাধারন মানুষের ভিড়।  অন্যদিকে বিজেপির প্রার্থী অনুপম হাজরাও মনোনয়ন জমা দেওয়ার সময় বিখ্যাত কুস্তিগির দ্য গ্রেট খালিকে সঙ্গে নিয়ে এসে চমক দেন। প্রসঙ্গত,এই আসন থেকে বিজেপির হয়ে ভোটে লড়ছেন তৃণমূল ছেড়ে আসা বিদায়ী সাংসদ অনুপম হাজরা এবং বামপ্রার্থী হিসেবে আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বীদের রাজনৈতিক অভিজ্ঞতার তুলনায় মিমি একেবারেই আনকোরা। তাই এবারের নির্বাচনে সবারই চোখ থাকছে এই কেন্দ্রের দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here