নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভোটকর্মীদের বিক্ষোভ চলছেই

0
1022

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ভোট যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে জেলায় জেলায় নিরাপত্তার দাবিতে সরব হয়ে উঠছেন এরাজ্যের ভোটকর্মীরা। এতোদিন অন্যান্য জেলায় তাদের বিক্ষোভ দেখা গেলেও দুর্গাপুরের ভোটকর্মীরা তেমনভাবে সরব হননি। কিন্তু এবার তারও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভ দেখালেন। এদিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা এনআইটি কলেজে ভোটকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল প্রশাসন। তাদের নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে কমিশনের কাছে তারা জানতে চাইলেও পরিস্কার কোন উত্তর তারা পায়নি। এরপরই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেরিয়ে এসে তারা উপযুক্ত নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে বন্ধ হয়ে যায় প্রশিক্ষণের কাজ। ভোটকর্মীরা জানান, নিজেদের জীবনের বাজি রেখে ভোটের কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা বলেন,পঞ্চায়েত নির্বাচনে রাজকুমার রায় নামে এক ভোটকর্মীকে খুন হতে হয়েছিল। মনিরুল ইসলাম নামে অপর ভোট কর্মীকে রাজনৈতিক দলের সন্ত্রাসের শিকার হতে হয়েছে। এছাড়াও কয়েকদিন আগেই নদিয়ার এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব রায় ভোট প্রশিক্ষণের কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাই কোনভাবেই তারা নিরাপদ নন বলেই দাবি করতে থাকেন তারা। এই পরিস্থিতিতে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছেন তারা। শেষ পর্যন্ত দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলের আশ্বাসে তারা ফের প্রশিক্ষণে যোগ দেন। এদিন একই ছবি দেখা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলেও। এখানে প্রশিক্ষন শুরুর আগেই ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। এখানেও মহকুমা শাসকের আশ্বাসে বিক্ষোভ তুলে তারা প্রশিক্ষণ শিবিরে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here