রবিবার ফের একই দিনে বঙ্গের দুই সভায় মোদি-মমতা

0
857

ডেটলাইন কলকাতাঃ মাত্র ৪ দিনের ব্যবধানে আবারও বাংলার মাটিতে একই দিনে নির্বাচনী জনসভা করছেন এবারের নির্বাচনে যুযুধান দুই নেতানেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ফের উত্তরবঙ্গে প্রচারযুদ্ধে নামছেন দুজনেই। গত বুধবার মোদি শিলিগুড়ি ও তারপর কলকাতার ব্রিগেডে জনসভা করেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীকে ‘স্পিড ব্রেকার’ বলে কটাক্ষ করেছিলেন মোদি। কয়েক ঘণ্টার মধ্যেই কোচবিহারের দিনহাটার সভা থেকে তার জবাবও  দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মোদির ‘স্পিড ব্রেকার’ বলে আক্রমনের অনেক আগেই মোদিকে ‘এক্সপায়ারিবাবু’ বলে কটাক্ষ করেছেন মমতা। মোদি ও মমতার এই বাকযুদ্ধ এবারের নির্বাচনকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। তারপর চারদিনের মাথায় ফের উত্তরবঙ্গে একই দিনে সভা করছেন মোদি ও মমতা। জানা গেছে, আগামীকাল অর্থাৎ রবিবার কোচবিহার রাসমেলার ময়দানে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী সভা করবেন। অন্যদিকে একই দিনে ময়নাগুড়ির চূড়াভান্ডারে মুখ্যমন্ত্রী দুপুর ১টায় সভা করবেন। সেদিন ফালাকাটাতেও মুখ্যমন্ত্রীর একটি সভা রয়েছে। প্রসঙ্গত, ফেব্রুয়ারির ৮ তারিখে চূড়াভান্ডারের মাঠেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ব্যাপক জনসমাগম হয়েছিল সেই সভায়। প্রধানমন্ত্রীর সেই সভার ঠিক দু’মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীও রবিবার সেখানে পাল্টা সভা করছেন। স্বাভাবিকভাবেই সেই চূড়াভান্ডার থেকে মুখ্যমন্ত্রী জবাবি ভাষণে কি বলেন তা নিয়ে ক্রমশ বাড়ছে কৌতুহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here