আন্তর্জাতিক ক্রিকেটে বলে ভেলকি বাংলার প্রয়াসের

0
4506

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে আইপিএল। এবারের আইপিএল দুর্গাপুরের ক্রিকেটপ্রেমীদের কাছে এক বিশেষ মাত্রা পাচ্ছে। কারন, দুর্গাপুর ক্রিকেট ক্লাব থেকে আইপিএলে খেলার সুযোগ পেয়েছে প্রয়াস রায়বর্মণ নামে প্রতিভাধর এক ক্রিকেটার।

বিরাট কোহলির অন্ধ প্রয়াস বিরাটের দল আরসিবিতেই খেলছে। তাঁকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছে আরসিবি। সুযোগ পেলে বিরাটের দলে সে যে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে,তার প্রমান পাওয়া গেল তিরুবন্তপূরমে আয়োজিত দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে নিয়ে অনূর্ধ্ব-১৯ স্তরের চারদলীয় একদিনের প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় বাংলার প্রয়াস খেলছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ বি দলে। তাদের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে। এই ম্যাচে দারুন বল করে নজর কাড়লেন বাংলার লেগ স্পিনার প্রয়াস রায়বর্মন। ১০ ওভার বল করে চারটি মেডেন ওভারসহ মাত্র ১০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন প্রয়াস। টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ৪৭.৩ ওভারে মাত্র ১০৬ রানে রান তোলে। ভারতের পূর্ণঙ্ক ত্যাগী ৩৬ রানে ৪টি উইকেট দখল করেন। আর প্রয়াস ১০ ওভার বল করে ৪টি মেডেনসহ ৩টি উইকেট নেয়। জবাবে ভারত ২২.৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তুলে জিতে যায়। দলের অধিনায়ক রাহুল চন্দ্রল ৫৬ ও তিলক বর্মা ৪৪ রানে অপরাজিত থাকেন। আইপিএলের আগেই প্রয়াসের এই পারফরমেন্স আশা জাগিয়েছে রয়েল চ্যালেঞ্জারস কর্তৃপক্ষকে। একইসঙ্গে আসন্ন আইপিএলে বিরাটের দলের হয়ে প্রয়াসের খেলা দেখার জন্য অপেক্ষায় থাকছেন বাংলার ক্রিকেটপ্রেমীরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here