পুলওয়ামা হামলার মূলচক্রিকে খতম করল ভারতীয় সেনারা

0
811

ডেটলাইন ওয়েব ডেস্কঃ অবশেষে পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিশোধ নিল ভারতীয় সেনাবাহিনী। আজ গুলির লড়াইয়ে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড  জৈশ কমান্ডার কামরান ওরফে আবদুল রশিদ গাজি খতম হয়েছে। মৃত্যু হয়েছে তার শাগরেদ আরও এক জঙ্গিরও। ১২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শহীদ হয়েছেন ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর মেজর ভিএস ঢোন্ডিয়াল, হাবিলদার শেওরাম, সিপাই অজয় কুমার এবং হরি সিং। জখম আরেক জওয়ান হাসপাতালে ভর্তি। জানা গেছে,যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল, দু’‌পক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয়েছে সেই বাড়ির কর্তার। একটি সূত্রে জানা গেছে,রবিবার রাতে খবর আসে পুলওমার পিংলান গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা। গোটা গ্রাম ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। পালাতে না পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দু’পক্ষের গুলি বিনিময় শুরু হয়ে যায়। সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের গুলিতে চার সেনা জওয়ান জখম হয়েছেন। শহীদ সেনারা ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here