ডেটলাইন ওয়েব ডেস্কঃ কাশ্মীরের পুলওয়ামায় বর্বরোচিত জঙ্গিহানায় শহীদ জওয়ান পরিবারগুলির পাশে দাঁড়াতে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন ক্রিকেটার গৌতম গম্ভীর থেকে অভিনেতা অমিতাভ বচ্চনসহ অনেক নামীদামী ব্যক্তিত্ব। এবার সাধারণ মানুষরাও যাতে শহীদ পরিবারগুলির পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবার একটি বিশেষ তহবিল গড়ার লক্ষ্যে চালু করল bharatkeveer.gov.in নামে একটি ওয়েবসাইট। এখানে অনলাইনেই আর্থিক অনুদান পাঠানো যাবে শহীদ জওয়ানদের পরিবারগুলিকে। এখানে অনুদান জমা করলেই তা পৌঁছে দেওয়া হবে শহীদদের পরিবারের কাছে।
এমনকি বিশেষ কোন জওয়ানের পরিবারকে অনুদান পাঠাতে চাইলে সেটাও করা যাবে। সেই জওয়ানের নাম নির্বাচন করলেই দেখা যাবে তাঁর অবদান ও কী ভাবে তিনি শহীদ হয়েছেন তাঁর তথ্য। এর পর পাশে একটি লিংকে ক্লিক করে যে কোনও অঙ্কের টাকা অনুদান দেওয়া যাবে। তবে এই অনুদান পাঠানোর সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা। এছাড়াও UPI, Paytm -এর মতো অ্যাপ ব্যবহার করেও জওয়ানদের পরিবারগুলিকে আর্থিক অনুদান পাঠানো যাবে বলে জানা গেছে।