এবার সব জেলাতেই তিন দিনের মাটি উৎসব

0
923

ডেটলাইন বর্ধমানঃ এবার বর্ধমানের পাশাপাশি রাজ্যের সব জেলাতেই ২২ থেকে ২৪ ফেব্রুয়ারী তিন দিনের মাটি উৎসব করা হবে। রবিবার বর্ধমানের সরকারী কৃষিখামারের মাটি তীর্থ কৃষি কথার মাঠ পরিদর্শন করতে এসে একথা জানান মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। এদিন তিনি মাটি উৎসবের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন।

তার সঙ্গে ছিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। প্রদীপবাবু জানান বিভিন্ন কারণে এবছর নিদিষ্ট সময়ে মাটি উৎসবের আয়োজন করা যায় নি। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরে যাওয়ায় মাটি উৎসবের আয়োজনে সময়ে ও দিনের হেরফের করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত মাটি তীর্থ কৃষি কথার মাঠে মেলা চলবে। তিনি জানান, ২২ ফেব্রুয়ারী হুগলী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের পাশাপাশি মাটি উৎসবেরও সূচনা করবেন ঐ মঞ্চ থেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here