ফের দুর্গাপুরে মোদির সভা নিয়ে তোড়জোড়

0
927

ডেটলাইন দুর্গাপুরঃ  একবার বাতিল হয়েছে। কিন্তু জেলা বিজেপি তাদের আশা ছাড়েনি। আবারও দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। বাংলায় বিজেপির রথযাত্রা কর্মসূচি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই গত বছরের ২৪ ডিসেম্বর দুর্গাপুরে মোদির সভাও বাতিল হয়ে যায়। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য জুড়ে মোট ৩০০ টি জনসভা করার লক্ষ্য নিয়েছে বিজেপি। রথযাত্রা বাতিলের  ঘাটতি পূরণ হিসেবেই এই সব সভা করতে চাইছে বিজেপি। জানা গেছে,পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে আগামী ২ ও ৮ ফেব্রুয়ারি রাজ্যে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী। যার একটি রয়েছে বনগাঁর ঠাকুরনগরে। সারা ভারত মতুয়া মহাসংঘের ডাকে আগামী ২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গেছে ঐ একই দিনে তিনি পশ্চিম বর্ধমান জেলাতেও সভা করবেন। কিন্তু সেই সভা দুর্গাপুর না আসানসোলে কোথায় হবে সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও একটি সূত্রে আসানসোলেই মোদির সভা হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে দুর্গাপুরে কি মোদির কোন সভা হবে? এই প্রশ্নের জবাবে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘোড়ই জানিয়েছেন,আজ দুর্গাপুরে এসপিজি আধিকারিকরা আসেন। তাদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও। তারা  দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দান ও নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেন। তবে ২ ফেব্রুয়ারী দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভা হলে সেটা কোথায় হবে সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আগামীকাল দলের কয়েকজন শীর্ষ নেতার দুর্গাপুরে আসার কথা জানিয়ে তিনি বলেন তারাই বিষয়টি চূড়ান্ত করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here