হার্দিক-রাহুলের বদলে বিজয় ও শুভমান

0
858

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ‘কফি উইথ করণ’ নামে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং  কেএল রাহুলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অস্ট্রেলিয়া সফরের মাঝেই তাদের দেশে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। তাদের পরিবর্ত হিসাবে ইতিমধ্যেই শুভমান গিল এবং বিজয় শঙ্করের নাম ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। হার্দিকের বদলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যাবেন অলরাউন্ডার বিজয়। ১৫ জানুয়ারি অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগেই ভারতীয় দলে যোগ দেবেন বিজয়। অস্ট্রেলীয় সফরের পর নিউজিল্যান্ডে ভারতীয় দলের সফর শুরু ২৩ জানুয়ারি। সেখানে ৫টি ওয়ান ডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। সেই দলের সঙ্গে  থাকবেন শুভমান। তাই তাকে অবশ্য আর একটু অপেক্ষা করতে হবে।  উল্লেখ্য,গত বছরের আইসিসি যুব বিশ্বকাপে শুভমান গিল দারুন খেলেছেন। শুভমানকে গত আইপিএলে ১.৮ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাই ১৯ বছরের এই ক্রিকেটারের সামনে এবার সিনিয়র জাতীয় দলে খেলার সুযোগ চলে আসায় নিজেকে প্রমান করতে মরিয়া এই পঞ্জাব তনয়। অন্যদিকে তামিলনাড়ুর বিজয় শঙ্কর ইতিমধ্যেই ভারতের হয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here