ডেটলাইন কলকাতাঃ লোকসভা নির্বাচনের আগেই দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার পাশাপাশি দলের বোঝা হয়ে ওঠা নেতাদের ছেঁটে ফেলার কাজ শুরু করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। যার জেরে নজিরবিহীনভাবে একই দিনে দলের দুই সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই দুই জন হলেন বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টেপাধ্যায় পরিস্কার জানিয়ে দেন,অনুপম হাজরা দলবিরোধী কাজ করেছেন। তাকে অনেকবার সতর্ক করা হয়েছে কিন্তু তিনি শোনেননি। অন্য দিকে দলের কোনও কাজকর্মের সঙ্গেই সৌমিত্র খাঁয়ের আর কোনও যোগ নেই। তাই এই দুজনকেই বহিষ্কার করা হল। বহিষ্কৃত দুই সাংসদের মধ্যে বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করায় রাজ্য রাজনীতিতে এক বিশেষ মাত্রা যোগ হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,এটা সবে শুরু হয়েছে। আরও অনেকেই বিজেপিতে আসবেন।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














