ফের প্রধানমন্ত্রীর আসনে শেখ হাসিনা

0
831

ডেটলাইন ওয়েব ডেস্কঃ আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে থাকছেন শেখ হাসিনা। এবারও জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে আওয়ামী লীগ। ৩০০টির মধ্যে ২৬৭টি আসনে জিতে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশের জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯টি আসনে। বেশির ভাগ আসনেই জয়ী আওয়ামি লিগের জয়ের খবর এসেছে। অন্যদিকে এরশাদের জাতীয় পার্টি ১টিও আসন জিততে পারেনি তবে বিএনপির নেতৃত্বাধীন বিএনপি জোট ৬টি আসনে জয়লাভ করেছে বলে জানা গেছে। ৬টিতে জয়ী হয়েছে অন্যরা। এই জয়ের পরেই শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন,বাংলাদেশের পাশে থাকবে ভারত। মোদির পাশপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শেখ হাসিনাকে তাঁর ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। উল্লেখ্য, রবিবার বাংলাদেশে ভোট চলাকালীন ১৮ জন প্রাণ হারিয়েছেন। ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। সেখানকার বিরোধী দল এই নির্বাচনকে অস্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here