রানি রাসমনি, হৃদয় হরণ বিএ পাশ-এর অভিনেতা গৌতম দে প্রয়াত

0
968

ডেটলাইন কলকাতাঃ বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা গৌতম দে (৬৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি।বিগত বেশ কয়েকদিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অসুস্থতা নিয়েই শুটিং করছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও কন্যাকে। গৌতমবাবু দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। টেলি সিরিয়ালেও জনপ্রিয় অভিনেতা ছিলেন। বর্তমানে করুণাময়ী রানি রাসমনি, হৃদয় হরণ বিএ পাশ-নামে দুটি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করছিলেন। জন্মভূমি ধারাবাহিকে নরনারায়ণের ভূমিকায় জনপ্রিয় হয়েছিলেন গৌতম দে। জন্মভূমি বা বর্তমানের রানি রাসমনি নয়, তিনি অভিনয় করেছেন লাবণ্যের সংসার, খুঁজে বেড়াই কাছের মানুষ, ইষ্টিকুটুম, কুসুমদোলার মতো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকেও। সিরিয়ালের পাশাপাশি তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বৈশাখী ঝড়, সাবাস পেটোপাঁচু। তিনি রবি ঘোষ, মনোজ মিত্র, দুলাল লাহিড়ীর মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন। তাঁর মৃত্যুতে টেলিজগতে শোকের ছায়া নেমে এসেছে। বহু বিশিষ্ট শিল্পী শোক বার্তা পাঠিয়েছেন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীসহ টলিউডের বহু শিল্পী গৌতমবাবুর প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পরেন। দুপুরে প্রয়াত অভিনেতার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিনয় জগতের মানুষেরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here