শুরু হল ঐতিহ্যের পৌষমেলা

0
791

ডেটলাইন বীরভূমঃ শতবর্ষের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে রবিবার উপাসনা-মন্ত্রপাঠের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল এবছরের শান্তিনেকেতনের পৌষমেলা। রীতি মেনে বিশ্বভারতীতে ৭ই পৌষের সকাল শুরু হয় উপাসনায়। ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা ও মন্ত্রপাঠের মধ্যে দিয়েই শুরু হল ১২৪তম পৌষ উ‍‍ৎসব। সঙ্গীতভবনে পড়ুয়াদের সমবেত গানের সঙ্গী ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। প্রতিবারের মতো এবারও উপস্থিত ছিলেন দেশ বিদেশের পর্যটকেরাও। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের পড়ুয়ারা সকাল থেকেই উৎসবের সাজে সেজে ওটে। প্রাক্তন পড়ুয়ারাদের অনেকেই এই সময় এখানে আসেন।

প্রতিবছরের মত এবারও ভুবনডাঙার মাঠে মেলা প্রাঙ্গনে বসেছে বাউল গানের আসর। এবারও ২৫ ডিসেম্বর খ্রিষ্টউৎসব পালন করা হবে। মেলা প্রাঙ্গনে পসরা নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন শিল্পীরা। ঐতিহ্য বজায় রেখেই  গ্রামীণ কুটির শিল্পের বিপুল সম্ভারের দেখা মেলে এই পৌঁষ মেলায়।  এবার ৬ দিনের মেলা বলে আনন্দও অনেকটাই বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here