ডেটলাইন নিউজ ডেস্কঃ শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। তার জেরে ফের নাজেহাল হলেন লক্ষ লক্ষ গ্রাহক। এদিকে আজ মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ ছিল। আগামীকাল রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ। ফলে পরপর তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় বিপাকে পড়েন গ্রাহকরা। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশনের পক্ষে জানানো হয়েছে, ব্যাঙ্ক আধিকারিকদের বেতন সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। আন্দোলনকারী সংগঠনের নেতারা জানিয়েছেন,বেতন সংস্কার নিয়ে সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও গত ১৯ মাসে সরকারের তরফে এবিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এই ধর্মঘটের পথে নেমেছেন তারা। উল্লেখ্য এই ধর্মঘটে দেশের প্রায় ৩ লক্ষ ২০ হাজার ব্যাঙ্ক আধিকারিক যোগ দেন। সোমবার ব্যাঙ্ক খোলা থাকলেও ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে ফের ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ২৬ ডিসেম্বর বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ককর্মীদের ৯টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ওইদিন দেশের প্রায় ১০ লাখ ব্যাঙ্ককর্মী ধর্মঘটে যোগ দেবেন বলে জানা গেছে। ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ককে যুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে পরপর তিনদিনের পরও আরও একদিন ধর্মঘটের জেরে সমস্যায় পড়বেন গ্রাহকরা।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...