এবার থেকে সবার কম্পিউটারেই নজরদারী গোয়েন্দা সংস্থার

0
868

ডেটলাইন দিল্লিঃ আর নির্দিষ্টভাবে কিছু কম্পিউটার বা মেলে নয়,এবার আমার আপনার সবার কম্পিউটারেই নজরদারী চালাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুধু ই-মেল বা কল নয়, প্রয়োজনে দেশের যে কোনও কম্পিউটার ডিভাইসে সবধরনের তথ্যের উপর নজরদারি চালাতে পারবে গোয়েন্দারা। শুক্রবার এই নোটিস জারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন সচিব রাজীব গাউবা। আইবি, ইডি বা ইনকাম ট্যাক্সের মতো ১০টি বিভাগের হাতে এই ক্ষমতা তুলে দেওয়া হয়েছে।  অতএব এখন থেকে সন্দেহ হলেই আপনার ফোন বা ব্যক্তিগত কম্পিউটারে নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরকমই অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফোনকল ও ইন্টারনেট ডেটায় নজরদারি চালানোর ছাড়পত্র পেয়েছে যে সংস্থাগুলি সেগুলি হল – আইবি, নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো, ইডি, কেন্দ্রীয় রাজস্ব দপ্তর, রাজস্ব গোয়েন্দা বিভাগ, সিবিআই, এনআইএ, র, ডিরেক্টরেট অফ সিগন্যাল ইন্টালিজেন্স (‌জম্মু–কাশ্মীর, উত্তর–পূর্ব এবং আসাম)‌ এবং দিল্লি পুলিশ কমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, এই প্রথমবার কম্পিউটারে থাকা যে কোনও ডেটা স্ক্যান করার অধিকার দেওয়া হল সংস্থাগুলিকে। এর আগে ফোন কল ট্যাপ করা যেত বা ই মেল চেক করতে পারতেন গোয়েন্দারা। কিন্তু এবার যে কোনও তথ্য চাইলে দেখতে পারবেন গোয়েন্দারা। প্রয়োজনে তারা কম্পিউটার বাজেয়াপ্ত করতেও পারবেন সহজে। ৬৯ (১) আইটি আ্যাক্ট অনুযায়ী, এই ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে। কেন্দ্রের এই নির্দেশের তীব্র বিরোধীতা করেছে বিরোধী দলগুলি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে বাংলার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি বলেছেন,এটা যদি জাতীয় নিরাপত্তার জন্য করা হয়ে থাকে, তবে কেন্দ্রীয় সরকারের কাছে যথেষ্ট ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে। কিন্তু সাধারণ মানুষকে এর জন্য কেন ফল ভোগ করতে হবে? এই সিদ্ধান্তকে তিনি  ‘ডেঞ্জারাস’ বলে উল্লেখ করেছেন। কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিবাদ করে বলা হয়েছে, এভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। এটা অসাংবিধানিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here