শিখ বিরোধী হিংসায় যাবজ্জীবন সজ্জনকুমারের

0
961

ডেটলাইন দিল্লিঃ যে সময় দেশের তিন রাজ্যে বিজেপিকে হারিয়ে সরকার গড়েছে কংগ্রেস এবং আজই তিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরা শপথ নিয়েছেন। সেই দিনই কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলে ১৯৮৪-র শিখ বিরোধী হিংসায় দলের নেতা সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এদিন দিল্লি হাইকোর্ট সাজা শুনিয়েছে। ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে শিখ বিরোধী হিংসার আগুন ছড়িয়েছিল। বলি হয়েছিলেন কয়েক হাজার নিরিহ মানুষ। সরকারি হিসেবে ১৯৮৪ সালে শিখ বিরোধী ওই হিংসায় দেশজুড়ে ২৮০০ শিখের মৃত্যু হয়। এর মধ্যে দিল্লিতেই খুন হয়েছিল ২১০০ জন। সেই সময় সজ্জন কুমার হিংসায় উস্কানি দিয়েছিল বলে অভিযোগ করা হয়। সজ্জন কুমার সহ ৬ জনের বিরুদ্ধে পাঞ্জাবের এক আদালতে মামলা দায়ের হয়েছিল। সেই আদালত অভিযুক্তদের নিরাপরাধ বলে রায় দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। আজ সেই মামলার রায় ঘোষণা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here