ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকেই রাজ্যের পিছিয়ে থাকা মানুষদের উন্নয়নের পথে আনার লক্ষ্যে একাধিক প্রকল্প ও পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল প্রশাসন আপনার দ্বারে। সাধারন মানুষের সঙ্গে প্রশাসনের যাতে নিয়মিত যোগাযোগ থাকে সেটাই এই পদক্ষেপের লক্ষ্য। রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের উন্নতির জন্য তিনি বেশ কিছু প্রকল্প চালু করেছেন। সেই কাজকে আরও ভালোভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এবার পুলিশ বিভাগকেও সামিল হতে বলেছেন। গত ২৯ নভেম্বর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকে আদিবাসীদের সার্বিক উন্নয়নে তাদের সঙ্গে আরও বেশি করে জনসংযোগ বাড়ানোর কথা বলেছেন পুলিশকর্মীদের। সেই সঙ্গে আদিবাসীদের নিয়ে উৎসব করারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তারপর থেকেই পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার থানাগুলিও মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে আদিবাসীদের নিয়ে রাঙামাটি উৎসবের আয়োজন করে চলেছে। কয়েকদিন আগেই পলাশডিহায় সেই উৎসব পালিত হওয়ার পর গতকাল ও আজ কোকওভেন থানার উদ্যোগে গ্যামন ব্রিজ কল্পতরু মেলা ময়দানে মোট ৮টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
আজ সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা ঘিরে এলাকায় প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। ফাইনালে পরস্পর মুখোমুখি হয় শিমূলতলা রিক্রিয়েশন ক্লাব ও সাগরভাঙা ইউনাইটেড ক্লাব। টান টান উত্তেজনার মধ্যে এই খেলা গোলশূন্যভাবে শেষ হয়। শেষ পর্যন্ত টাই ব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করতে হয়। শিমূলতলাকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি পায় সাগরভাঙা ইউনাইটেড ক্লাব।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানিয় কাউন্সিলার শিপুল সাহা,কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস,সমাজসেবী উমাপদ দাস,ডিপিএলের নিরাপত্তা বিভাগের আধিকারিক নিশিথ মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।