বায়ু দূষণে বাড়ছে মৃত্যুর সংখ্যা

0
1035

ডেটলাইন ওয়েব ডেস্কঃ কয়েকটি মারণ রোগ নিয়ে আমরা সতর্ক থাকলেও যে কারনে ভারতবর্ষে মানষের মৃত্যু ক্রমশ বেড়ে চলেছে সেদিকে যেন আমাদের নজরই নেই। এমনিতে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো আমাদের দেশেও তামাকের কারনে বহু মানুষের মৃত্যু ঘটে চলেছে। কিন্তু সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, বর্তমানে ভারতে তামাকের থেকেও বেশি মানুষের মৃত্যু হচ্ছে দূষণের কারনে। পরিসংখ্যানে বলা হয়েছে ভারতে প্রত্যেক আটজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে বায়ু দূষণই দায়ি। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে তথ্য দিয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়া ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ। সেই রিপোর্টেই জানা যাচ্ছে, বায়ুদূষণের কারণে ভারতে অকালে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। গত বছর অর্থাৎ ২০১৭ সালে বায়ু দূষণের কারণে ভারতে ১২.৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। তাতে আরও বলা হচ্ছে, ৭০ বছরের কম বয়সী মানুষই বেশি করে বায়ুদূষণের কারণে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এই তথ্য থেকে এটাও পরিস্কার যে বায়ু দূষণের কারনে ভারতীয়দের গড় আয়ু কমে যাচ্ছে। ঐ রিপোর্টে জানানো হয়েছে ১২.৪ লক্ষ মানুষের মধ্যে ৬.৭ লক্ষ মৃত্যু রাস্তার দূষণের কারণে হয়েছে। আর বাকি ৪.৮ লক্ষ মৃত্যুর কারণ ঘটে চলেছে বাড়ির ভিতরের দূষণের কারনে। ভারতের যে রাজ্যগুলি মারাত্মকভাবে দূষণের শিকার তার মধ্যে প্রথম স্থানে রয়েছে দিল্লি। এছাড়া দেশের আর যেসব রাজ্য দূষণে এগিয়ে রয়েছে সেগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা। রিপোর্টে এটাও জানা গেছে,পশ্চিমবঙ্গে তথা রাজ্যের রাজধানী শহর কলকাতাও ক্রমশ দূষণের শিকার চলেছে। দূষণের কারনেই বাড়ছে মানুষের নানা ধরনের অসুস্থতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here