দুর্গাপুর পুরসভায় নিয়োগ ঘিরে অসন্তোষ

0
1175

ডেটলাইন দুর্গাপুরঃ কর্মী নিয়োগকে কেন্দ্র করে দুর্গাপুর পুরসভার মেয়রের সঙ্গে বেশ কয়েকজন মেয়র পরিষদ সদস্যের মতানৈক্যের সৃষ্টি হয়েছে। এদিন পুরসভার জল বিভাগে ২০ জন কর্মী নিয়োগের বিষয় নিয়ে মেয়র যে মিটিং ডেকেছিলেন সেখানে ৬ জন মেয়র পরিষদ সদস্য যোগদান করেননি। কিন্তু মেয়র দিলীপ অগস্তি উপস্থিত তিনজন মেয়র পরিষদ সদস্যকে নিয়েই মিটিং করেন। তিনি সাংবাদিকদের জানান,পুরসভার নিয়ম অনুযায়ী এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলেই কোরাম হয়। এদিনের মিটিংয়ে সেটা হয়েছে। তাই কারা সেখানে এল না সেটা আমার দেখার বিষয় নয়। ক্ষুব্ধ মেয়র পরিষদ সদস্যদের অভিযোগ, মেয়র তাদের অন্ধকারে রেখেই এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তারা কেবলমাত্র সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here