ডেটলাইন নয়াদিল্লিঃ আজ দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নির্বাচন কমিশনের সবচেয়ে প্রবীণ অফিসার সুনীল অরোরা। গতকালই অবসর নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। সুনীল অরোরা তাঁরই উত্তরসূরি হিসেবে আজ থেকে নির্বাচন কমিশনার পদে বহাল হলেন। ১৯৮০ সালের ব্যাচের রাজস্থান ক্যাডেটের এই আইএএস অফিসার তাঁর দীর্ঘ কর্ম জীবনে একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। ৬২ বছরের এই প্রবীণ অফিসার এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। এছাড়া ইন্ডিয়ান এয়ারলাইন্সের চিফ ম্যানেজারের দায়িত্বসহ অর্থ, টেক্সটাইল মন্ত্রক ও প্ল্যানিং কমিশনের সচিবের দায়িত্বেও ছিলেন। পরে কেন্দ্রীয় অসামরিক পরিবহন দফতরের সেক্রেটারি হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে কাজ করেছেন তিনি। শুধু ২০১৯ সালের লোকসভা নির্বাচনই নয়,একইসঙ্গে উড়িস্যা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচনও তাঁর অধীনে অনুষ্ঠিত হতে চলেছে। উল্লেখ্য,সুনীল অরোরা হলেন ভারতের ২৩ তম মুখ্য নির্বাচন কমিশনার।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...