ডেটলাইন দুর্গাপুরঃ জন্মদিনের এক অভাবনীয় সেলিব্রেশন দেখা গেল আজ দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি এলাকায়। সাধারনত যার জন্মদিন তাকেই আমরা উপহার পেতে দেখি। কিন্তু এখানে ঘটল একেবারেই উল্টো ঘটনা। যার আজ জন্মদিন সেই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন। এলাকার সাধারন মানুষ বিশেষ করে একটু বয়স্ক মানুষরা প্রয়োজনের সময় যাতে সহজে অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে পারেন সেই উদ্দেশেই তাঁর এই মহতি উদ্যোগ।
তাঁর প্রয়াত পিতা জং বাহাদুর সাঁইয়ের স্মৃতিতে উৎসর্গিত এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম দফতরের মন্ত্রী মলয় ঘটক। তিনি মহতি এই অনুষ্ঠানে বলেন,অনেকেরই অর্থ থাকে কিন্তু সবার জনসেবার মতো মন থাকে না। এই কাজের জন্য তিনি দেবব্রত সাঁইকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দিলীপ অগস্তি,ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, পুরসভার চেয়ারম্যান মৃগেন পাল,৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,স্বাস্থ্য দফতরের মেয়র পরিষদ সদস্য রাখী তেওয়ারীসহ পুরসভার একাধিক এমআইসি ও কাউন্সিলাররা।