ডেটলাইন ওয়েব ডেস্কঃ আগামী ১২ নভেম্বর এবং ২০ নভেম্বর দুদফায় বিধানসভার নির্বাচন রয়েছে ছত্তিশগড়ে। ঠিক এমন সময় ৬২ জন মাওবাদীর আত্মসমর্পণ করার ঘটনা অনেকটাই স্বস্তি দিল ছত্তিশগড় সরকারকে। ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় অস্ত্রশস্ত্র সহ–পুলিশের কাছে আত্মসমর্পণ করল এই মাওবাদী দলটি। বস্তার পুলিশের আইজি বিবেকানন্দ সিং এবং নারায়ণপুরের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লার উপস্থিতিতে মাওবাদীরা তাদের কাছে থাকা ৫১টি দেশীয় অস্ত্র পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা সিপিআই(মাওবাদী) কুতুল আঞ্চলিক কমিটির সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাওবাদীদের এই আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেছেন,ওদের দেখে অন্য মাওবাদীরাও আত্মসমর্পণে উৎসাহী হবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...