চালু হল দেশের প্রথম স্কাইওয়াক

0
1000

ডেটলাইন কলকাতাঃ চালু হয়ে গেল দেশের  প্রথম স্কাইওয়াক।  দক্ষিণেশ্বর স্টেশন থেকে এবার অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির।  দুঘণ্টার রাস্তা পৌছে যাবেন কয়েক মিনিটে। আজ রানি রাসমণি স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। এটিই ভারতের প্রথম স্কাইওয়াক বলে দাবি করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।  কেন এই স্কাইওয়াক? প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন ও পুজো দিতে আসেন। এদের মধ্যে আছেন বহু বিদেশিও। মন্দিরের সামনেই রাস্তার দুপাশে দোকানগুলি থাকার কারনে মন্দির লাগোয়া রাস্তায় যানজট লেগেই থাকত। সেই সমস্যা থেকে মুক্তি পেতে বছর তিনেক আগে দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মতো পুর ও নগরোন্নয়ন দপ্তর স্কাইওয়াক তৈরির কাজ শুরু করে।

৩ বছর ধরে কাজ চলার পর চলতি বছরেই শেষ হয় স্কাইওয়াক তৈরির কাজ৷   ফেরি, ট্রেন, প্রস্তাবিত মেট্রো, তিন পথেই যুক্ত  এই স্কাইওয়াক।  মঙ্গলবার থেকেই স্কাইওয়াক খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য। এর জন্য খরচ হয়েছে ৬০ কোটি। এটি লম্বায় ৩৮০ মিটার, চওড়ায় ১০ মিটার। রয়েছে ১২টি চলমান সিঁড়ি,  ৮টি সিঁড়ি , ৪টি লিফট। প্রতিটি লিফটে ২০ জন করে ওঠানামা করতে পারবেন। এছাড়াও রয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৭টি সিঁড়ি, ওয়াটার স্প্রিংকলার্স সিঁড়ি। স্কাইওয়াকের ভেতরে থাকবে ১৩৭টি দোকান। স্টেশন থেকে মন্দিরে ঢোকার আগে পুজোর সামগ্রী এই সব দোকান থেকেই কিনতে পারবেন পুণ্যার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here