আসামে জঙ্গি হানায় নিহতদের বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা

0
971

ডেটলাইন ওয়েব ডেস্কঃ আসামের তিনসুকিয়ায় জঙ্গিদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের চারজন প্রতিনিধি। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে বাকি সদস্যরা ছিলেন বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ নাদিমূল হক, করিমপুরের বিধায়ক মহূয়া মৈত্র। আজ সকালে তৃণমূলের প্রতিনিধি দলটি কলকাতা থেকে বিমানে ডিব্রুগড় পৌঁছায়। সেখান থেকে তাঁরা গাড়িতে তিনসুকিয়া যায়। এনআরসি–র সময় আসাম সরকার তৃণমূল প্রতিনিধিদের বিমান বন্দরেই আটকে দিয়েছিল। তবে এদিন কোনও বাধা দেয়নি পুলিশ। পুলিশই তাদের বিমানবন্দর থেকে তিনসুকিয়ার ধলায়  নিহতদের বাড়িতে নিয়ে যায়। তৃণমূল প্রতিনিধিরা সেখানে দেখা করেন নিহত পাঁচ প্রবাসী বাঙালি পরিবারের সঙ্গে। শোকসন্তপ্ত দরিদ্র পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নিহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষনা করেছিলেন। হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবে তৃণমূল কংগ্রেস। দলের তরফে এই পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here