ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আজ বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে এই নজির গড়লেন তিনি। এদিন তিনি ভাঙলেন শচীন তেন্ডুলকারের রেকর্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে প্রয়োজন ছিল মাত্র ৮১ রানের। আর সহজেই সেই রান করে ফেললেন ভারত অধিনায়ক। শচীন যেখানে দশ হাজার রান করতে নিয়েছিলেন ২৫৯ ইনিংস, সেখানে বিরাট নিলেন মাত্র ২০৫ টি ইনিংস। এদিন তিনি তার ওয়ানডে কেরিয়ারের ৩৭ তম শতরানও করেন।
একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রানের এলিট তালিকায় এই মূহুর্তে বিরাট কোহলি বিশ্বের ১৩ তম এবং ভারতীয়দের মধ্যে পঞ্চম খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন। বিরাটের এই কৃতিত্বের ফলে দ্রুততম দশ হাজার রান করার তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন শচীন (২৫৯)। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে সৌরভ গাঙ্গুলি (২৬৩), রিকি পন্টিং (২৬৬), জ্যাক কালিস (২৭২), মহেন্দ্র সিং ধোনি (২৭৩)। এদিন শুধু ইনিংসের দিক থেকে নয়, সবচেয়ে কম বল খেলে দশ হাজারের রান করারও নজির গড়লেন ভারত অধিনায়ক। উল্লেখ্য,২০০১ সালে ২৫৯টি ইনিংস খেলে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ডটি গড়েছিলেন শচীন তেন্ডুলকর।