ডেটলাইন বর্ধমানঃ কিছুদিন আগেই ভারতের সিনিয়র দল চিনে গিয়ে ফুটবল খেলে সুনাম কুড়িয়েছে। এবার সেই চিনেই এশিয়ান ইউনিভার্সিটি ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ফুটবল দল। আগামী ২৮ তারিখ ১৫ জন খেলোয়াড় ও ৪ জন সাপোর্ট স্টাফ নিয়ে চিনের উদ্দেশ্যে রওনা দেবে দল। এশিয়ার ১৬টি দেশের একটি করে বিশ্ববিদ্যালয় দল নিয়ে চিনের জিনজিয়ং শহরে আগামী নভেম্বর মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হবে এশিয়ান ইউনিভার্সিটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮। ভারত থেকে একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালের ফুটবল দল অংশ নিচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দী জানান,একঝাঁক ভালো খেলোয়াড় এবার এই দলে রয়েছে। চিনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারলে এই বিশ্ববিদ্যালয় দল ভালো রেজাল্ট করে ফিরবে। প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠে দুবেলা করে প্র্যাকটিস চলছে। তিনি জানিয়েছেন, বিশ্ব বিদ্যালয়ের অপর একটি দল ইষ্ট জোন প্রতিযোগিতায় খেলতে যাচ্ছে। তাই এই দুই দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলানো চলছে।