স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবেঃ আবদুল কালাম

0
1105

ডেটলাইন নিউজ ডেস্কঃ ভারতের বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ড.এপিজে আবদুল কালামের আজ জন্মদিন। ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে তাঁর জন্ম। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নসহ আরও অনেক সম্মানে তিনি ভূষিত হয়েছেন। তাঁর পুরো নাম আবুল পাকির জয়নাল আবেদিন আবদুল কালাম। জীবনের অনেক চড়াই উৎরাই পথ তিনি পার করেছেন। জীবন থেকে নেওয়া সেসব শিক্ষার কথা খুব সহজ করে তিনি বলতেন। রাষ্ট্রপতি থাকাকালিন এবং বিভিন্ন সভা সমিতিতে তিনি এমন অনেক উক্তি করেছেন যা আমাদের কাছে চিরকালিন প্রেরণা হয়ে থাকবে। আজ তাঁর জন্মদিন উপলক্ষ্যে ‘ডেটলাইন বাংলা’র পক্ষ থেকে তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিখ্যাত উক্তিগুলির কিছু এখানে তুলে ধরা হল।
‘ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন তা-ই যা তোমাকে ঘুমোতে দেয় না’।

‘স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না’।

‘সত্যি হওয়ার আগে পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে’।

‘একটা ভালো বই ১০০ জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরীর সমান’।

‘শুধুমাত্র সাফল্যর গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্প গুলো পড়ুন তাহলে সফল হওয়ার অনেক গুলো আইডিয়া পেয়ে জাবেন’।

‘আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগকে মারার সবচেয়ে বড় ওষুধ। এটাই আপনাকে একজন সফলকাম মানুষে পরিণত করবে’।

‘আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন। আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে’।

‘উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে’।

‘একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে  হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন- একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here