বিশাল ফাইবারের দূর্গা এবার চিত্তরঞ্জনে

0
1190

ডেটলাইন আসানসোলঃ এবারের শারদীয় উৎসবে পশ্চিম বর্ধমান জেলায় একাধিক ক্লাব নজরকাড়া মন্ডপ ও প্রতিমা করেছে। ভিন জেলার দর্শকরাও প্রতিবারের মতো এবছরও আসানসোল ও দুর্গাপুরের বিখ্যাত পুজোগুলি দেখতে ভিড় জমাবেন বলে পুজো উদ্যোক্তাদের আশা। তবে এবার যে দর্শকদের একটা বড় অংশের গন্তব্য হতে চলেছে রেল শহর চিত্তরঞ্জন তা বলাই যায়। কারন কলকাতার দেশপ্রিয় পার্কের পর এখানেই এবার দেখা যাবে ফাইবারের তৈরী বিশাল মাপের দূর্গা প্রতিমা। এই দূর্গা দেখা যাবে চিত্তরঞ্জনের ৬ এর পল্লী সার্বজনীন দুর্গাপূজায়। কলকাতার কাঁচরাপাড়ার শিল্পী রতন পাল দুমাস ধরে এই প্রতিমা তৈরি করেছেন। কলকাতার দেশপ্রিয় পার্কে বড় দুর্গা দেখার জন্য ব্যাপক ভিড় হয়েছিল। চিত্তরঞ্জনেও দর্শকদের ভালোই ভিড়  হবে বলেই মনে করেন পুজো উদ্যোক্তারা। তারা জানিয়েছেন ভিড় সামলানোর জন্য প্রচুর স্বেচ্ছাসেবক, সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ মোতায়েন থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here