নারীদের সম্মান করলেই দুর্গাপুজো করা সার্থক হবেঃ পুলিশ কমিশনার

0
1325

ডেটলাইন দুর্গাপুরঃ শুধু দূর্গা পুজো করলেই হবে না। মায়েদের তথা মহিলাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। তবেই দূর্গাপুজো করার সার্থকতা মিলবে।

মঙ্গলবার দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে শ্যামপুর বাজারে আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচীর বিশেষ অনুষ্ঠানে এসে এমনই বার্তা দিলেন পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ন মিনা।

এদিনের একগুচ্ছ সামাজিক কর্মসূচীর সূচনা হয় ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। এরপর পথ নিরাপত্তাকে সামনে রেখে প্রায় ৩০০টি হেলমেট প্রদান করা হয়।

এছাড়া এই অনুষ্ঠানে পরিবেশ চেতনাবৃদ্ধির লক্ষ্যে গাছের চারা প্রদান করা হয়। একইসঙ্গে পরিবেশকে পরিস্কার রাখার লক্ষ্যে বিলি করা হয় আবর্জনা বক্স প্রদান। অনুষ্ঠানের অন্যতম অতিথি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রন পর্ষদের দুর্গাপুর আঞ্চলিক দফতরের আধিকারিক অঞ্জন ফৌজদার পরিবেশ দূষণ রোধের লক্ষ্যে প্রতিমা শিল্পীদের হাতে ভেষজ রঙ তুলে দেন। তিনি জানান,রাসায়নিক রঙের পরিবর্তে শিল্পীরা যেন এই ভেষজ রঙ ব্যবহার করেন। সামনেই শারদীয়া উৎসবের কথা মাথায় রেখে এদিন এলাকার গরীব মানুষদের মধ্যে নতুন পোষাক বিতরন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিত ছিলেন মেয়র দিলীপ অগস্তি,ডিসিপি অভিষেক মোদি,এসিপি ট্রাফিক পুষ্পা, কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস,ওসি ট্রাফিক হরিশঙ্কর যাদব,বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী,৪ নং বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী,  প্রমূখ। অনুষ্ঠানটি ঘিরে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here